অকাল দীপাবলি : মাটির প্রদীপের আকাল করিমগঞ্জ জেলায়
করিমগঞ্জ : অকাল দীপাবলি পালিত হবে গোটা দেশে৷ আগামীকাল অর্থাৎ ২২ জানুয়ারি, সোমবার অযোধ্যায় বহু প্রতীক্ষিত ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির উদ্বোধনের পাশাপাশি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানও সম্পন্ন হবে৷ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে দেশবাসী অকাল দীপাবলির আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন৷
জেলা করিমগঞ্জেও অকাল দীপাবলি উৎসবের আনন্দে মেতে উঠেছেন রামভক্ত সাধারণ মানুষ৷ আর এই অকাল দীপাবলির কারণে সমগ্র জেলায় মাটির প্রদীপের চাহিদা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে৷ চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মৃৎশিল্পীদের৷ পর্যাপ্ত পরিমাণে স্টক না থাকায় মাটির প্রদীপের আকাল দেখা দিয়েছে করিমগঞ্জ জেলার সর্বত্র৷ রামমন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এভাবে মাটির প্রদীপের চাহিদা বাড়বে৷ তা জেলার মৃৎশিল্পীরা আগাম অনুমান করতে পারেননি৷ এরপরও চাহিদা পূরণে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলার বিভিন্ন অঞ্চলের মৃৎশিল্পী৷
সোমবার রামমন্দির উদ্বোধনের দিন গোটা ভারতবর্ষ জুড়ে শুরু হবে অকাল দিপাবলী৷ আর এতে জেলায় মৃৎশিল্পীদের মুখেও হাসি ফুটেছে৷ অকাল দীপাবলির জন্য মাটির প্রদীপের বিক্রি কয়েকগুণ বেড়ে গেছে৷ গত দীপাবলির সময় তৈরি করা মাটির প্রদীপ বিক্রির পর অবশিষ্ট থাকায় এত কম সময়ের মধ্যে কিছুটা চাহিদা মেটাতে সক্ষম হয়েছেন জেলার মৃৎশিল্পীরা৷ এদিকে চাহিদার তুলনায় জোগান কম থাকায় অনেকেই নিরাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে৷ এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে ভক্তিভরে যথাসাধ্য আয়োজনে ক্রটি রাখতে চাইছেন না সনাতনীরা৷