Barak Valley

অতিরিক্ত জেলাশাসক বিপুল দাসকে বিদায় সংবর্ধনা

করিমগঞ্জ, ৭ মে : বদলি হয়েছেন করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসক বিপুল কুমার দাস। করিমগঞ্জে অতিরিক্ত জেলাশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর শিক্ষা সহ বেশ কয়েকটি বিভাগের দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করে গেছেন তিনি। আজ রবিবার অতিরিক্ত জেলাশাসক বিপুল কুমার দাসকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে করিমগঞ্জে।

গতকাল শনিবার রাজ্যের প্রশাসনিক দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী পদোন্নতি দিয়ে বিপুল কুমার দাস বদলি হয়েছেন গুয়াহাটিতে। কৃষি বিভাগের যুগ্মসচিব হিসেবে আগামীকাল সোমবার নতুন পদে নতুন কর্মস্থলে যোগ দেবেন তিনি।

আজ তাঁকে উত্তরীয়, নানান উপহার সামগ্রী, মানপত্র দিয়ে বিদায় সংবর্ধনা জানান জেলাশাসক মৃদুল যাদব, অতিরিক্ত জেলাশাসক বিক্রম চাষা, বর্ণিকা চেতিয়া, প্রিয়াঙ্কা যুমান, জেলাপরিষদের সিইও রুথলিয়াং থাং, সার্কল অফিসার অন্তরা সেন, সর্বশিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার ড. বিকাশ ভট্টাচার্য সহ অনেকে।

Show More

Related Articles

Back to top button