Barak Valley
অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে পদোন্নতি গীতার্থ দেবশর্মার
করিমগঞ্জ : অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে পদোন্নতি লাভ করলেন DSP HQ গীতার্থ দেবশর্মা৷ সোমবার করিমগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ সুপারের কক্ষে DSP গীতার্থ দেবশর্মার কাঁধে অশোক স্তম্ভ লাগিয়ে দিলেন পুলিশ সুপার পার্থপ্রতিম দাস৷ তৎসঙ্গে এই আনন্দ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে কেকও কাটা হয়৷ উপস্থিত ছিলেন crime branch-র ASP অমিত রাজ চৌধুরী, DSP জেমস আইন্ড, সদর থানার OC ভবেন দিহিঙ্গিয়া৷