অতিরিক্ত বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে প্রতিবাদে সরব বদরপুর ব্লক কংগ্রেস কমিটি
বদরপুর : এবার বিদ্যুৎ মাশুল নিয়ে সরব হল বদরপুর ব্লক কংগ্রেস৷ তারা বলেন, দৈনন্দিন জীবনের অপরিহার্য অঙ্গ বিদ্যুতের যোগানের নামে সরকারের গ্রহণ করা সিদ্ধান্তে সর্বসাধারণ জনগণের স্বার্থে বিরোধিতা করে এবং তাৎক্ষণিকভাবে বাতিল করার জোরালো দাবি জানায় তারা৷ ইতিমধ্যে রাজ্যে অত্যাবশ্যকীয় দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীর ওপর অনাবশ্যকভাবে মূল্যবৃদ্ধিতে সাধারণ জনতার মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে বলে মত প্রকাশ করে কংগ্রেস কর্মীরা৷ এরমধ্যে আবার বিদ্যুৎ মাশুল বৃদ্ধি সাধারণ মানুষদের রামঠগন দিচ্ছে৷ খেটেখাওয়া জনতার জীবন ভয়ঙ্কর সমস্যার মধ্যে ঠেলে দিচ্ছে বলে জানান তারা৷ প্রতি ইউনিট মাশুল বৃদ্ধি মানে শেষে প্রতিজন গ্রাহক থেকে আদায় করতে হবে৷ তাঁদের সীমিত উপার্জন দিয়ে পরিশোধ করতে পারবে না বিদ্যুৎ বিল৷ সাধারণ জনতা থেকে সংগ্রহ কর দিয়ে জেলায় জেলায় ক্যাবিনেট অনুষ্ঠিত উৎসবের নামে ঢাকঢোল বাজিয়ে রাজকোষের ধন খরচ করা সরকারে কি করে বুঝবে সাধারণ জনতার কথা৷ জনতার কথা চিন্তা করে বর্ধিত মাশুলের সিদ্ধান্ত বাতিল করতে হবে৷
বিদ্যুৎ উৎপাদন, সংবহন এবং বিতরণের সময় প্রক্রিয়াটি সরকার কয়েকটি বিদ্যুৎ কোম্পানির অদক্ষতার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুতের অপচয় হয়ে আছে৷ এই অপচয় থেকে ক্ষতিপূরণের জন্য সরকার গ্রাহকের উপরে অতিরিক্ত মাশুল চাপিয়ে দিচ্ছে৷ অথচ গ্রাহকের চাহিদা পূরণ বা প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করতে বিগত ৭ বছর থেকে সরকারের নেওয়া পদক্ষেপ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে৷ তাই সরকারের বিষন্নতার পরিপ্রেক্ষিতে গ্রাহকের ওপর অপ্রয়োজনীয় ভাবে মাশুলের বোঝা চাপিয়ে দিয়েছে৷
এ সমস্ত মত ব্যক্ত করে মঙ্গলবার অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরার নির্দেশ অনুযায়ী বদরপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি জাকারিয়া আহমেদ সহ এক প্রতিনিধি দল বদরপুর বিদ্যুৎ উপ-সংমন্ডলের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মদ সুলাইমানের সঙ্গে দেখা করে দীর্ঘক্ষণ আলোচনা করে এদিন তারা প্রধান নির্বাহী কর্মকর্তা অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করেন৷ এই স্মারকপত্র দাবি রাখেন-ঘরোয়া তথা ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত বিদ্যুৎ মাশুল বৃদ্ধি তা জনবিরোধী সিদ্ধান্ত তৎক্ষণাৎ বাতিল করতে হবে৷ স্মার্ট মিটারের ক্ষেত্রে উত্থাপিত হওয়া অসামঞ্জস্য তদন্ত করে গ্রাহকদের ন্যায় প্রদান করতে হবে৷ গরমের দিনে ঘটে থাকা বিদ্যুতের লোডশেডিং কমানোর ক্ষেত্রে যথোচিত ব্যবস্থা গ্রহণ করা৷ বিধানসভা নির্বাচনের সময় জনগণকে দেওয়া বিনামূল্যে বিদ্যুৎ যোগানের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে৷
উপস্থিত ছিলেন বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ ছাড়াও সফরুল ইসলাম, সিরাজ উদ্দিন সহ অন্যরা৷