Barak ValleyEducation

অত্যধিক গরমের জন্য করিমগঞ্জের বিদ্যালয় গুলির সময়সীমার পরিবর্তন

করিমগঞ্জ : সমগ্র রাজ্য ও দেশের অন্যান্য অংশের সঙ্গে করিমগঞ্জ জেলায়ও গত সপ্তাহ থেকে অত্যাধিক গরমের সম্মুখীন হতে হচ্ছে। দৈনন্দিন উষ্ণতার মাত্রা বেড়েই চলেছে। এর পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ে আসা-যাওয়া করা ছাত্র-ছাত্রীদের দিনের বেলার চরম উষ্ণতার সময়সীমা থেকে স্বস্তি প্রদান করতে করিমগঞ্জের জেলা শাসক এক আদেশ জারি করে জেলার সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলির সময়সীমার পরিবর্তন করেছেন।

পরিবর্তিত সময়সূচী অনুসারে লোয়ার প্রাইমারি বা নিম্ন প্রাথমিক, আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক, হাই ও হায়ার সেকেন্ডারি বিদ্যালয়গুলি শুরু হবে সকাল ৭ টা ৩০ মিনিট থেকে। এদিকে নিম্ন প্রাথমিক বিদ্যালয়গুলি চলবে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত, উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে গুলি চলবে ১২ টা ৪৫ মিনিট পর্যন্ত এবং হাই ও হায়ার সেকেন্ডারি বিদ্যালয় চলবে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত। ৪ জুন তারিখে জেলাশাসকের জারি করা এই আদেশ ৫ জুন থেকে জেলার প্রতিটি বিদ্যালয়ে কার্যকরী হচ্ছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

Show More

Related Articles

Back to top button