BARAK VALLEY

অধ্যক্ষকে গ্রেফতারের দাবিতে ডিসিকে স্মারকপত্র হিন্দু পরিষদের

করিমগঞ্জ : ভাঙ্গা এইচ এসের প্রাক্তন অধ্যক্ষ আছার উদ্দিনকে গ্রেফতারের দাবিতে গোটা করিমগঞ্জ জেলা জুড়ে প্রতিবাদ অব্যাহত রয়েছে৷ ঘটনার ৫ দিন কেটে গেলেও এখনও অধরা বরখাস্ত হওয়া স্কুল অধ্যক্ষ৷ নিজের স্কুলের ছাত্রীকে যৌন হেনস্তার ঘটনার নিন্দায় ঝড় উঠেছে সর্বত্র৷ তাঁকে গ্রেফতারের দাবিতে বুধবার সকাল ৫টা থেকে বিকেল ৫টা অবধি ১২ ঘন্টার করিমগঞ্জ বনধের ডাক দিয়েছে হিন্দু রক্ষী দল৷

সোমবার এনিয়ে হয়েছেন আন্তরাষ্ট্রীয় হিন্দু পরিষদের করিমগঞ্জের জেলা কমিটির কর্মকর্তারা৷ জেলাশাসক মৃদুল কুমার যাদবের সঙ্গে সাক্ষাৎ করে অভিযুক্ত বরখাস্ত অধ্যক্ষকে গ্রেফতারের দাবি জানিয়েছেন সংগঠনের কর্তারা৷ এ মর্মে স্মারকপত্র পেশ করা হয়েছে জেলাশাসককে৷

স্মারকপত্রে উল্লেখ করা হয় – পলাতক আছার উদ্দিন আর্থিক ও রাজনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী৷ পুলিশের হাত থেকে বাঁচতে এবং মামলা থেকে রেহাই পেতে তিনি আর্থিক শক্তির পাশাপাশি রাজনৈতিক শক্তির চেষ্টা করবেন৷ যারফলে অভিযুক্তকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানে তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন৷ জেলাশাসকে পেশ করা স্মারকপত্রে হিন্দু পরিষদের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষে স্বাক্ষর করেন সচিব সানুলাল মালাকার৷

Show More

Related Articles

Back to top button