Barak Valley

প্রয়াত রাখাল ঘোষের স্মৃতিচারণ ও প্রার্থনা সর্বধর্ম সমন্বয় সভার

করিমগঞ্জ : করিমগঞ্জ ব্রাহ্মণ বাড়িয়ার গ্রুপের অন্যতম স্বত্বাধিকারী প্রয়াত বিশ্বনাথ ঘোষ ওরফে রাখাল ঘোষের স্মৃতিচারণ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার ব্যবস্থাপনায়। মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণ বাড়িয়ার মেডিকেল হলের সামনে এই সভার আয়োজন করা হয়। প্রয়াতের জীবনী স্মৃতিচারণ করেন সংস্থার কেন্দ্রীয় কার্যকরী সভাপতি শ্যামল প্রসাদ চৌধুরী, উপ-সভানেত্রী গীতা মুখার্জি ও গোপাল চন্দ্র পাল। তাঁরা বলেন, প্রয়াত রাখাল ঘোষ ছিলেন একজন প্রকৃত সমাজকর্মী ও জনদরদী ব্যক্তি। কোনো দরিদ্র অসহায় তাঁর দ্বারস্থ হলে তিনি খালি হাতে ফিরিয়ে দিতেন না। খুব নিয়মানুবর্তিতায় তিনি জীবন যাপন করেছেন। সাহায্য করার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম তালিকা প্রস্তুত করে রাখতেন তিনি। তাঁর বিয়োগ সহজে পূরণ হওয়ার নয় বলেন তাঁরা। সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন শোকবার্তা পড়ে শোনানোর পর তাঁর সহকর্মীদের হাতে তুলে দেন উপস্থিত বিশিষ্টজনেরা। প্রয়াতের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে প্রয়াত রাখাল ঘোষের বাসভবনে উপস্থিত হয়ে তাঁর সহধর্মিণী ও পরিবারবর্গকে শোক ও সমবেদনা জানান সর্বধর্ম সমন্বয় সভার কর্মকর্তারা। স্মৃতিচারণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রণব কান্তি রায়, শংকর দে, পার্থ পাল, বিজন দাস, পরিমল দে, উজ্জ্বল কান্তি দেব, গার্গী মুখার্জি, প্রবীর দত্ত, স্বরূপ আচার্য প্রমুখ। প্রয়াতের ভাই স্বপন ঘোষ, ভাতিজা জয়ন্ত ঘোষ সহ অন্যান্যরা সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷

প্রয়াত রাখাল ঘোষের স্মৃতিচারণ ও প্রার্থনা সর্বধর্ম সমন্বয় সভার

Show More

Related Articles

Back to top button