North-East
অবরোধ আসাম – আগরতলা জাতীয় সড়ক, আটকে আছে ত্রিপুরার বহু লরি
ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুন : বরাকে বিধানসভা সিমানা বিন্যাস করে ২ টি বিধানসভা কমিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে বরাক উপত্যকা ২৪ ঘন্টা বনধ ডাকা হয়। বিভিন্ন সংগঠন তাতে সমর্থন জানিয়েছিল। এর মধ্যে রয়েছে কংগ্রেস, সিপিআইএম, ইউডিএফ, আপ সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দল গুলি।
বরাকে বিধানসভা সীমানা বিন্যাসে ২ টি বিধানসভা কমিয়ে দেওয়া হয়েছে। এই বিধানসভা সীমানা বিন্যাস নিয়ে হিমন্তের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় বরাক উপত্যকার একাংশ জনতা। এদিন সকাল থেকে আসাম আগরতলা জাতীয় সড়কের বিভিন্ন স্থানে অবরোধ করা হয়। পুলিশ পিকেটারদের গ্রেপ্তার করেছে। করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বলে খবর। ত্রিপুরাগামী লরি গুলি রাস্তায় দাড়িয়ে পড়েছে। বনধে মিশ্র প্রভাব পড়েছে বরাক উপত্যকায়।