Tuesday, December 6, 2022

অর্থনীতিবিদ হওয়ার ইচ্ছে কলায় ৬ষ্ট দৈবিকের যেতে চায় প্ল্যানিং কমিশনে

শিলচর : অবশ্যই প্রত্যাশা ছিল ভালো ফলাফলের৷ তাই বলে সরাসরি মেধা তালিকায়! তাও ৬ষ্ট স্থানে উঠে আসবেন, অতটাও ভাবেননি দৈবিক দেব৷ দৈবিক দেব উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা শাখায় রাজ্যে ৬ষ্ট স্থান দখল করেছেন শিলচরের ঐতিহ্যবাহী রামানুজ গুপ্ত জুনিয়র কলেজ থেকে৷ প্রবল বন্যা পরিস্থিতির মধ্যেও তাঁর এই অভাবনীয় সাফল্যে খুশির হাওয়া বইছে রামানুজ কলেজের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে৷

আকাশবানী শিলচর কেন্দ্রের বাস্তকার দীপঙ্কর দেব এবং চিরুকান্দি এমই স্কুলে বিজ্ঞান শিক্ষিকা উত্তমা দেবের কৃতী সন্তান দৈবিক একজন সফল অর্থনীতিবিদ হতে চান৷

দেশের অর্থনীতি কোন পথে পরিচালিত হলে মানুষের কল্যাণ হতে পারে এ নিয়ে যারা পর্যালোচনা করেন, আগামীতে তাঁদের একজন হওয়ার ইচ্ছে রয়েছে দৈবিকের৷ যেতে চান planning commission পর্যন্ত৷ সেই লক্ষ্যে আপাতত ভর্তি হতে চায় কলকাতার indian statistical institute কিংবা St. Xavier’s College-এ৷ দু’জায়গাতেই ভর্তির আবেদন করে রেখেছেন৷ প্রথমে অর্থনীতির স্নাতক হবেন৷ ১মে অর্থনীতির স্নাতক হবেন৷ এরপর করবেন বিষয়ভিত্তিক উচ্চস্তরের পড়াশোনা৷

দৈবিক মনে করেন সারা বছর নিয়ম করে কিছুক্ষণ পড়াশোনা করলেই সাফল্য আসবেই৷ উচ্চ মাধ্যমিকের এই সাফল্য সবাইকে উৎসর্গ করেছেন৷

Latest Updates

RELATED UPDATES