Barak ValleyAssamNorth-East

করিমগঞ্জ বইমেলায় রবিবারের সাহিত্য আড্ডা’র অনুষ্ঠান

করিমগঞ্জ : করিমগঞ্জ বইমেলা প্রাঙ্গণে ‘রবিবারের সাহিত্য আড্ডা’ আয়োজিত সাহিত্য আসর চলছে সাড়ম্বরে৷ প্রতিদিন বিকাল ৪টা-৬টা পর্যন্ত ২ ঘন্টার এই আসরে স্বরচিত কবিতা-প্রবন্ধ-গল্প পাঠ, আবৃত্তি সহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা বই মেলার পরিবেশকে প্রাণবন্ত করে তুলে৷ এতে ‘সুশীল সমাজ ও তার সামাজিক দায়বদ্ধতা’ নিয়ে আলোচনা করেন প্রবীণ প্রাবন্ধিক বিনোদ লালা চক্রবর্তী৷

রবিবারের সাহিত্য আড্ডা’র ভূমিকা ও বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন কবি শিখা দাশগুপ্ত ও ড. গীতা সাহা৷ কবি সুদীপ ভট্টাচার্যের পরিচালনায় কবিতার কোলাজ ‘যুদ্ধ ও মানবিকতা’ পরিবেশন করেন রবিবারের সাহিত্য আড্ডা’র শরিকরা৷

কবি নারায়ণ মোদকের সম্পাদনায় ‘সীমান্ত রশ্মি’ সাহিত্য পত্রিকার উন্মোচন হয়৷ উন্মোচন করেন কবি বিদ্যুৎ চক্রবর্তী৷ আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার অনির্বাণ ভট্টাচার্য৷ বাংলা সাহিত্যের বিশিষ্ট কবিদের কবিতা পাঠ করেন সমীরণ চক্রবর্তী, পিঙ্কু চন্দ, জাহিদ রুদ্র, নারায়ণ মোদক, সুদীপ ভট্টাচার্য, রাহুল নাগ, বিপুল চৌধুরী, পরিমল কর্মকার, গৌতম চৌধুরী সহ অন্যরা৷

Show More

Related Articles

Back to top button