Barak Valley

আকবরপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে সচেতনতামূলক কর্মসূচি ও প্রদর্শনী

করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার বিভিন্ন জিপিতে কৃষি বিজ্ঞান কেন্দ্র, জেলা কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের সহযোগিতায় গত ১৬ ই আগস্ট থেকে ২২শে আগস্ট পর্যন্ত ব্লক স্তরের প্রযুক্তি প্রদর্শনী আরম্ভ হয়েছে। মেরি মাটি মেরি দেশ ও পার্থেনিয়াম সচেতনতা সপ্তাহ উপলক্ষে আজ ২৯শে আগস্ট আকবরপুরস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্রে এক সচেতনতামূলক কার্যসূচী ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হয় এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয় শংকর দত্ত, অতিরিক্ত জেলা উপাযুক্ত, করিমগঞ্জ পঙ্কজ মজুমদার জেলা কৃষি আধিকারিক, করন ছেত্রী, কৃষি উন্নয়ন আধিকারিক, আব্দুল মালিক আকবরপুর জিপি সভাপতি । অতিরিক্ত জেলা উপাযুক্ত উদয় শংকর দত্ত তার বক্তব্যে কৃষকদেরকে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করতে বলেন, তিনি নতুন বৈজ্ঞানিক প্রযুক্তি ল্যাবরেটরি পর্যায়ে না রেখে ব্লক লেভেলে প্রদর্শন করতে পরামর্শ দেন। কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সাইন্টিস্ট ডক্টর পি চৌধুরী নতুন জাতের ধান, গবাদি পশু ও হাঁস মুরগির নতুন জাত, উদ্যানজাত ফসল, মাশরুম, ভার্মি কম্পোস্ট প্রযুক্তি এবং জীবিকা উন্নয়নের জন্য সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। জেলা কৃষি আধিকারিক পঙ্কজ মজুমদার উনার বক্তব্যে প্রধানমন্ত্রী কৃষাণ প্রকল্প এবং অন্যান্য যান্ত্রিকীকরণ কর্মসূচির উপর জোর দেন।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি উন্নয়ন আধিকারিক করণ ছেত্রী এবং জিপি সভাপতি আব্দুল মালিক।

Show More

Related Articles

Back to top button