Barak Valley

আজ আন্তর্জাতিক যোগ দিবস : করিমগঞ্জে মূল অনুষ্ঠান IWAI গুদাম প্রাঙ্গণে

জনসংযোগ, করিমগঞ্জ : আগামীকাল শুক্রবার আন্তর্জাতিক যোগ দিবস। করিমগঞ্জ জেলার মূল অনুষ্ঠান জেলার সদর শহরে স্টিমারঘাট রোডে অবস্থিত নীলমণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠের পার্শ্ববর্তী আইডব্লুউএআই বা ভারতীয় অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষের গুদাম চত্বরে অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রীয় আয়ুষ মিশন আয়োজিত এবং করিমগঞ্জ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য সমিতির সহযোগিতায় শুক্রবার সকাল ৬টা ৪৫ মিনিটে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হবে। এতে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানসূচির মধ্যে থাকছে সকাল ৬টা ৫০ মিনিটে প্রধান অতিথি ও অন্যান্য বিশিষ্ট জনের বক্তৃতা, সকাল ৭-টায় যোগাভ্যাস এবং সকাল ৮-টায় যোগ প্রশিক্ষকদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ।

এতে নিজের ও সমাজের জন্য যোগাসন শীর্ষক থিমের ওপর অনুষ্ঠিত দশম করিমগঞ্জ জেলার আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সর্বস্তরের জনগণকে যোগদান করতে করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে।

Show More

Related Articles

Back to top button