AssamEducation

আজ ঘোষিত হবে আসাম হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলাফল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি: নানান তালবাহানার পর আজ ৬ জুন ঘোষিত হতে চলেছে আসাম হায়ার সেকেন্ডারি পরীক্ষার (২০২৩) ফলাফল। আগের বছরগুলোতে কবে রেজাল্ট দেয়া হবে সেটা জানিয়ে দেয়া হয়, কিন্তু এই বছর মুখ্যমন্ত্রী বললেন, জানানো হবে না।

হিমন্ত বিশ্ব শর্মার মতে, আগে থেকে জানিয়ে দিলে শিক্ষার্থীদের স্বাস্থ্যের ওপর চাপ পড়ে বলে তাঁর অভিমত। তাই হঠাত্‍ জানানো হবে একথা জানান তিনি।

তবে আসামের শিক্ষামন্ত্রী থাকলেও সব সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রীই বলেন ফলে এই নিয়ে অনেক কথাও হচ্ছে রাজ্যে।

আজ সকাল ৯ টায় ঘোষণা করা হবে ফলাফল।

Show More

Related Articles

Back to top button