Updates
আজ থেকে করিমগঞ্জে ৯০ দিনের সচেতনতা অভিযানের সূচনা
জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জে সোমবার ‘সুরক্ষিত শৈশব, সোনালি অসম’ বিষয়ক শিশু সুরক্ষার ৯০ দিনের সচেতনতা অভিযানের সূচনা করা হচ্ছে৷ করিমগঞ্জের জেলা শিশু সুরক্ষা আধিকারিক জানিয়েছেন, ১২ জুন, সোমবার সকাল ১০টায় শহরের রবীন্দ্রসদন মহিলা মহাবিদ্যালয়ের প্রেক্ষাগৃহে এই অভিযানের সূচনা করা হবে৷
করিমগঞ্জের জেলা শিশু সুরক্ষা ইউনিটের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সমগ্র জেলা জুড়ে চলা ৯০ দিনের এই সচেতনতা অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে — শিশু পাচার, বাল্য বিবাহ, শিশু শ্রম, শিশু হেনস্তা ইত্যাদির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা৷ এতে সর্ব শ্রেণির জনগণকে সক্রিয় সহযোগিতা করতে করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে৷