Barak ValleyAssamNorth-East
আজ থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা বরাকে

শিলচর : বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে সোমবার অসম সহ মেঘালয়ে ভারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনার কথা শোনাল কেন্দ্র সরকারের অধীনে গুয়াহাটির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র৷ এ ব্যাপারে সতর্কতাও জারি করা হয়েছে৷ কার্যত রবিবার থেকেই ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন স্থানে৷ সেই ধারা সোম ও মঙ্গলবার, এমনকি বুধবারও অবহ্যাত থাকবে বলেই জানিয়েছে আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র৷ তবে আগামী ৩ দিন শুধু ঝিরঝির বৃষ্টিই নয়, ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে৷ হতে পারে বজ্রপাতও৷ অসম, মেঘালয়ের পাশাপাশি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায়ও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷