Barak Valley

আজ বিপদনাশিনী পুজো বেরাজালে

নিলামবাজার : নিলামবাজারের সেই একই স্থানে ফের দুর্ঘটনা৷ গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ফের জলাশয়ে পড়ল লরি৷ এছাড়াও পৃথক ৪টি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৬ জন৷ নানা সতর্কতা সত্ত্বেও যখন বেড়াজালে বিপদ এড়ানো যাচ্ছে না৷ তখন মা বিপদনাশিনীই ভরসা৷ মঙ্গলবার এখানে বিপদনাশিনী পূজার আয়োজন করা হয়েছে৷

Show More

Related Articles

Back to top button