Barak ValleyEducation

দুর্গানগরে মা ও শিশু স্বাস্থ্য নিয়ে করিমগঞ্জ কলেজের অর্থনীতি বিভাগের সমীক্ষা

করিমগঞ্জ : করিমগঞ্জ কলেজের অর্থনীতি বিভাগের উদ্যোগে ও অভ্যন্তরীণ উৎকর্ষ সুনিশ্চিতকরণ কোষের সহযোগিতায় সোমবার দক্ষিণ করিমগঞ্জের দুর্গানগর আশ্রম সংলগ্ন এলাকায় মা ও শিশু স্বাস্থ্যের উপর এক সমীক্ষা চালানো হয়৷ এদিন ৬০টি ঘরে সমীক্ষা চালানো হয়৷ জানা গেছে, সরকারি হাসপাতালে জন্মানো ০-৫ বছর বয়সী মোট ৩৬টি শিশুকে বিভিন্ন ধরনের রোগ প্রতিষেধক দেওয়া হয়েছে এদিন৷

সমীক্ষায় দেখা গেছে, ওই অঞ্চলের গর্ভবতী মহিলারাও সরকার প্রদত্ত সব ধরনের স্বাস্থ্য সুবিধা ও সেবা গ্রহণ করেছেন৷ পরিবারের লোকের তরফেও তাঁদের যথেষ্ট যত্ন নেওয়া হচ্ছে৷ ওই অঞ্চলের শিক্ষার হার প্রায় ৯০%৷ এজন্যই পরিবারের তরফ থেকে মা ও শিশুরা পুরোপুরিভাবে স্বাস্থ্য সেবা লাভ করতে পারছেন৷ অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা, বেকারত্ব, বিশুদ্ধ পানীয় জলের অভাব সহ বিভিন্ন সমস্যার কথা এদিনের সমীক্ষায় উঠে আসে৷

গ্রামবাসীরা জানান, বিভিন্ন সরকারি অনুদান পেতে তাঁদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়৷ করিমগঞ্জ কলেজের ৬১ জন ছাত্রছাত্রী সহ মোট ৩৪৪ জন লোকের উপর এই সমীক্ষা চালায়৷ সমীক্ষায় কলেজের অর্থনীতি বিভাগের ড. ঋতুমণি হালই, গদাপাণি শর্মা, হেমা হাজারিকা, অর্ণব দত্ত চৌধুরী, দর্শন বিভাগের ড. কে নিরুপমা সিংহ অংশগ্রহণ করেন৷ সমীক্ষার কাজে সহযোগিতা করেন দুর্গানগর আশ্রমের সদস্য পরেশ দেব৷

Show More

Related Articles

Back to top button