Barak Valley
আজ হাইলাকান্দিতে বিনামূল্যে জলাতঙ্কের টিকা
জনসংযোগ, হাইলাকান্দি, ২৭ সেপ্টেম্বর : শনিবার বিশ্ব জলাতঙ্ক দিবস। এই উপলক্ষে হাইলাকান্দি জেলার পশুপালন বিভাগের উদ্যোগে গৃহপালিত সারমেয়দের বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেওয়া হবে। হাইলাকান্দি শহরের বাটা পয়েন্টের নিকটবর্তী পশুপালন বিভাগের জেলা আধিকারিকের কার্যালয়ে সকাল ৯ টা থেকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান করা হবে । জনসাধারণ তাদের গৃহপালিত কুকুর এবং পথকুকুরও টিকাএই শিবিরে দিতে পারবেন।