Barak Valley
আজ হাইলাকান্দিতে মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া
জনসংযোগ, হাইলাকান্দি, ২৭ সেপ্টেম্বর : রাজ্যের পিএইচ ই, দক্ষতা বিকাশ,এন্টিপ্রেনিয়ারশিপ এবং পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া শনিবার একদিনের সফরে হাইলাকান্দি আসছেন। তিনি শনিবার বিকেল সাড়ে ৩ টায় হাইলাকান্দি পৌঁছে দলীয় এক সভায় মিলিত হবেন।এরপর বিকেল ৫ টায় জেলা আয়ুক্তের সভাকক্ষে সরকারি বিভাগ গুলির এক রিভিউ মিটিংয়ে অংশ নেন। এরপর তিনি শিলচর চলে যাবেন।