Uncategorized
আজ হাইলাকান্দির পূর্বকীর্তারব্ন্ধ রাজ্যেশ্বরপুর জিপি কার্যালয়ে ফসল বীমা শিবির

জনসংযোগ, হাইলাকান্দি, ৩ জুলাই : হাইলাকান্দি জেলায় গত শনিবার থেকে শুরু হওয়া চলতি প্রধানমন্ত্রী ফসল বীমা সপ্তাহ পালনের অঙ্গ হিসাবে মঙ্গলবার পূর্বকীর্তারবন্ধ রাজ্যেশ্বরপুর জিপি কার্যালয়ে ফসল বীমার শিবির খোলা হবে। অনুরূপভাবে বাউয়ারঘাট জিপি কার্যালয়ে ৫ জুলাই, হরিশনগর জিপি কার্যালয়ে ৬ জুলাই, বলদাবলদি নগদীগ্রাম সুদর্শনপুর কারিছড়া জিপি কার্যালয়ে ৭ জুলাই শিবির চলবে। শিবির গুলি প্রতিদিন সকাল ১১ টায় শুরু হবে। কৃষকদেরকে এতে তাদের আধার কার্ড ব্যাংক পাসবুক এবং জমির দলিল নিয়ে বীমার জন্য উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।শাইল ধান চাষের ফসল বীমা সম্পর্কে এই শিবির গুলিতে কৃষকদেরকে অংশগ্রহণের জন্য জেলা প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে। এদিকে সোমবার এই সপ্তাহ পালনের অঙ্গ হিসাবে শিরিষপুর জিপি কার্যালয়ে শিবির অনুষ্ঠিত হয়।