আজ হাইলাকান্দির ৪টি জিপিতে খাজনা আদায় শিবির
জনসংযোগ, হাইলাকান্দি, ৪ আগস্ট : হাইলাকান্দি জেলায় খাজনা আদায়ের উদ্দেশ্যে চলতি আগস্ট মাস ব্যাপী শিবির স্থাপন করে খাজনা আদায়ের অঙ্গ হিসাবে ৫ ও ৬ আগস্ট সৈদবন্দ জিপি কার্যালয়ে, দিননাথপুর জিপি কার্যালয়ে, ভাওয়ারঘাট জিপি কার্যালয়ে এবং ভাটিরখোপা জিপি কার্যালয়ে খাজনা আদায়ের শিবির বসবে।
জেলার তহশিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে এরপর ৭ ও ৮ আগস্ট পশ্চিম মোহনপুর জিপি, হরিশনগর জিপি, রাজ্যেশ্বরপুর জিপি এবং বোয়ালিপার জিপিতে খাজনা আদায়ের শিবির চলবে। এরপর ৯ ও ১২ আগস্ট মোহনপুর জিপি, কৈয়া-রামচন্ডী জিপি, চাঁন্দপুর-উজানকুপা জিপি কার্যালয়ে শিবির বসবে। ১৩ ও ১৪ আগস্ট বার্নিব্রিজ জিপি, রাঙ্গাবাক জিপি, লালাছড়া-বার্নারপুর জিপি, এবং গাঙ্গপার-ধুমকর জিপি কার্যালয়ে খাজনা আদায়ের শিবিরের বন্দোবস্ত করা হয়েছে।। ১৬ ও ১৭ আগস্ট উত্তরনারাইনপুর জিপি, শাহাবাদ জিপি, আয়নাখাল জিপি, কাঞ্চনপুর জিপি; ১৯ ও ২০ আগস্ট বকরিহাওর জিপি, সোনাছড়া রূপাছড়া জিপি, লালামুখ জিপি, মাটিজুরি-পাইকান জিপি; ২১ ও ২২ আগস্ট কালিনগর জিপি, বরুণছড়া- কুকিছড়া জিপি, মনাছড়া জিপি, নারাইনপুর-তুপখানা জিপিতে খাজনা আদায়ের শিবির চলবে।
এছাড়া ২৭ ও ২৮ আগস্ট চিপরসাঙ্গণ জিপি, বলদাবলদি জিপি, মাহমুদপুর- জয়কৃষ্ণপুর জিপি, নিতাইনগর জিপি, ২৯ ও ৩০ আগস্ট বাশডর জিপি, দারিয়াঘাট-কারিছড়া জিপি, সুদর্শনপুর কালাছড়া জিপি, রাঙ্গাউটি জিপি এবং ৩১ আগস্ট চন্ডিপুর জিপি, ধলাইবাগান জিপি নিমাই চাঁদপুর জিপি এবং রতনপুর জিপি কার্যালয়ে খাজনা আদায় শিবিরের আয়োজন করা হয়েছে।
শিবির গুলিতে জমির মালিকদেরকে তাদের জমির বকেয়া ও চলতি সনের খাজনা জমা দিতে তহশিলদারের বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।