BARAK VALLEY
আধা সেনা-পুলিশের সাঁড়াশি অভিযানে পাথারকান্দিতে বাজেয়াপ্ত ৫০ লক্ষের মাদক, ধৃত ৩

করিমগঞ্জ : আগরতলা সেক্টরের আসাম রাইফেলস ও পাথারকান্দি পুলিশের যৌথ অভিযানে ৫০ লক্ষের হেরোইন বাজেয়াপ্ত হয়েছে৷
এ ঘটনার সঙ্গে জড়িত ৩ ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তারক্ষীরা৷ রয়েছেন একজন মহিলাও৷
আসাম রাইফেলসের কর্মকর্তারা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, রবিবার গোপন সূত্রে খবর পায় তাদের রাধানগর ব্যাটেরিয়ন সদর দফতর যে একটি চক্র হেরোইন নিয়ে আসছে৷ তখন তারা পাথারকান্দি পুলিশকে সঙ্গে নিয়ে এই ৩ ব্যক্তিকে আটক করা সহ হেরোইন বাজেয়াপ্ত করে৷
তাদের কাছ থেকে ১২৩ গ্রাম হেরোইন জব্দ করেছে নিরাপত্তারক্ষীরা৷ এছাড়াও উদ্ধার করেছে ₹১৭,৯০০৷ পরে আসাম রাইফেলস ধৃতদের পুলিশের হাতে সমঝে দেয়৷ ধৃতরা হলেন ইমরান হুসেন, জাকির হুসেন ও রূপজান বিবি৷ তাদের বাড়ি পথারকান্দি থানাধীন হাটখোলা গ্রামে৷