আন্তর্জাতিক যোগ দিবস মিডিয়া সম্মান ঘোষণা করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক

নয়াদিল্লি, ৯ জুন : যোগের বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ৩৩টি মিডিয়া হাউসকে আন্তর্জাতিক যোগ দিবস মিডিয়া সম্মানে সম্মানিত করা হবে। শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রক দ্বিতীয় আন্তর্জাতিক যোগ দিবস মিডিয়া সম্মান ঘোষণা করেছে এবং এর জন্য আবেদনগুলি আমন্ত্রণ জানিয়েছে।
আন্তর্জাতিক যোগ দিবস মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৩-এর অধীনে ২২টি ভারতীয় ভাষা এবং ইংরেজিতে প্রিন্ট, টেলিভিশন এবং রেডিওতে ৩৩টি পুরস্কার দেওয়া হবে। প্রিন্ট, টেলিভিশন এবং রেডিও বিভাগের জন্য প্রতিটি এগারোটি পুরস্কার নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে সংবাদপত্রে যোগের সেরা মিডিয়া কভারেজ, ইলেক্ট্রনিক মিডিয়া (টিভি)তে যোগের সেরা মিডিয়া কভারেজ এবং ইলেক্ট্রনিক মিডিয়াতে যোগের সেরা মিডিয়া কভারেজ ( রেডিও)।
২০২৩ সালের পুরষ্কার ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টার কারণে প্রতি বছর ২১ জুন পালিত আন্তর্জাতিক যোগ দিবস, স্বাস্থ্য ও সুস্থতার প্রচারের জন্য একটি গণ আন্দোলনের রূপ নিয়েছে। তিনি আরও বলেন, যোগব্যায়াম বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। সচেতনতা ছড়িয়ে দিতে এবং যোগব্যায়ামের রূপান্তরমূলক সম্ভাবনা প্রদর্শনে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।