Barak Valley
ইঅ্যান্ডডি কলোনির সামনেই ভারত মাতা পুজো
করিমগঞ্জ : অবশেষে স্থান পরিবর্তন করে ইঅ্যান্ডডি কলোনির সামনেই ভারত মাতা পুজো আয়োজিত হচ্ছে৷ মঙ্গলবার ঈশান খুঁটি বসানো হয়েছে৷ পুজো সফল করে তুলতে সহযোগিতা চেয়েছেন পুজো কমিটির সম্পাদক অনুপম চৌধুরী৷
বিতর্কের জেরে গঙ্গা ভাণ্ডরের সামনে পুজো বাতিল করেছে ভারত মাতা পুজো কমিটি৷ এতদিন ধরে পুজোর স্থান নিয়ে দোটানায় ছিল বিজেপি যুব মোর্চা৷ কোন জায়গায় পুজো অনুষ্ঠিত হবে তা হলফ করে বলতে পারছিলেন না পুজো কমিটির কোনও সদস্যই৷ অবশেষে ইঅ্যান্ডডি কলোনির সামনেই পুজো অনুষ্ঠিত হতে চলছে৷ মঙ্গলবার কমিটির সদস্যরা ইঅ্যান্ডডি কলোনির সামনে পুজোর ঈশান খুঁটি বসিয়েছেন বলে জানা গেছে৷