Tuesday, September 27, 2022

ইতিহাস গড়ে সোনা

বার্মিংহাম, ৫ আগস্ট, (সংবাদ সংস্থা) : ভারতের ঝুলিতে একের পর এক সোনার পদক এনে দিচ্ছেন ভারতীয় খেলোয়াড়েরা। ভারতের ঝুলিতে একাধিক সোনার পদক আসার পরেও ফের ভারতের ঝুলিতে এসে পড়ল সোনার পদক। মাঝরাতে ভারতের জন্য ঐতিহাসিক স্বর্ণ জয় করলেন ভারতের সুধীর। রেকর্ড জয়ে সোনা জিতেছেন সুধীর। রেকর্ড জয়ের ফলে প্রথমবার ইতিহাস তৈরি করে সোনার পদক জিতলেন ভারতের সুধীর।

এশিয়ান প্যারা-গেমসে ব্রোঞ্জ পদক বিজয়ী সুধীর এবার কমনওয়েলথ গেমসে প্যারা-পাওয়ারলিফটিংয়ে জিতে নিয়েছেন ভারতের হয়ে প্রথমবার স্বর্ণ পদক। সুধীরের নামে তৈরি হল নতুন করে গেম রেমর্ড।

সুধীর পুরুষদের কমনওয়েলথ গেমসে অন্যান্যদের থেকে 134.5 পয়েন্ট (GR) নিয়ে হেভিওয়েটে প্রথমবার সোনা জিতেছে।

Latest Updates

RELATED UPDATES