ইদের প্রাক্কালে করিমগঞ্জ শহরে বাংলাদেশি বাইক! তীব্র প্রতিক্রিয়া
করিমগঞ্জ : ইদের আগের দিন বিএসএফের চোখে ধুলো দিয়ে মোটর সাইকেলে চেপে একের পর এক ব্যারিকেড ডিঙিয়ে এক বাংলাদেশি ব্যক্তির প্রবেশ তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সীমান্ত শহর করিমগঞ্জে৷ দিনের আলোয় একাধিক ব্যারিকেড ডিঙিয়ে শহরে আসায় বিএসএফের ভূমিকা নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে৷ ঘটনাটি বুধবার বিকেল ৪টে নাগাদ ঘটলেও রাত ১১টায় শহরের বুকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে বাইকটি৷ এতে বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ সীমান্ত রক্ষী বাহিনীর গাফিলতিতেই এমনতর হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি৷
জানা গেছে, ওইদিন বিকেল বেলা সুতারকান্দি সীমান্ত দিয়ে মোটর সাইকেল নিয়ে এক ব্যক্তি বাংলাদেশ থেকে সোজা করিমগঞ্জ শহরে প্রবেশ করেছে৷ মূলতঃ সুতারকান্দি এলাকায় বিএসএফের ২টি ব্যারিকেড রয়েছে৷ আর দুই ব্যারিকেডের সামনেই একাধিক বিএসএফ জওয়ান প্রহরায় থাকেন৷ উভয় দেশের মানুষ আসা-যাওয়ার সময় তাদের পরিচয়পত্র দেখে ব্যারিকেড তুলে দেন জওয়ানরা৷ কিন্তু এই ব্যক্তি ২টি ব্যারিকেড ডিঙিয়ে অনায়াসে করিমগঞ্জে প্রবেশ করেছে৷ বিএসএফ বাইক চালকের পিছু ধাওয়া করলেও তার নাগাল পায়নি বলে জানা গেছে৷ ঘটনাটি বিকেলের দিকে হওয়ায় পুলিশও তল্লাশিতে নামে৷ তবে বাইকের কোনও সন্ধান পায়নি৷ কিন্তু আচমকা শহরের পুরাতন স্টেশন রোড এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয় সিলেট-হ ১৪-৯৬৩৮ নম্বরের লাল রঙের মোটর সাইকেলটি৷
খবর পাওয়া মাত্রই তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় শহরে৷ ছুটে আসেন কমলাক্ষ দে পুরকায়স্থ সহ ডিএসপি সদর গীতার্থ শর্মা৷ কমলাক্ষ এনিয়ে বিএসএফের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন৷ বিধায়ক বলেন, এতে বিএসএফের গাফিলতি রয়েছে৷ সীমান্ত সুরক্ষার জন্য সরকার কাড়ি কাড়ি টাকা খরচ করছে৷ কিন্তু বাস্তব চিত্র ভয়ানক৷ ব্যারিকেড ডিঙিয়ে ওই ব্যক্তি কীভাবে প্রবেশ করলো, প্রশ্ন তোলেন বিধায়ক৷ বলেন, ইদের আগের দিন কোনও নাশকতামূলক সামগ্রী নিয়ে করিমগঞ্জে প্রবেশ করছে কি না, তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ ব্যাপারটি নিয়ে তিনি কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলবেন বলেও জানান কমলাক্ষ৷