SportsBarak Valley

ইন্ডোর স্টেডিয়ামের যাত্রা শুরু

করিমগঞ্জ : আজ থেকে যাত্রা শুরু হল করিমগঞ্জ DSA-র indoor stadium-র৷ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও জেলা আয়ুক্ত মৃদুল যাদবের হাত ধরে এদিন আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হল indoor stadium-র৷ এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, এই indoor stadium এই অঞ্চলের খেলাধূলার মান আরও উন্নত করবে৷ তিনি করিমগঞ্জ DSA-র বর্তমান কর্মসমিতির ভূয়সী প্রশংসা করেন৷ জেলা আয়ুক্ত মৃদুল যাদব বলেন, এই স্টেডিয়ামের মধ্য দিয়ে ব্যাডমিন্টন প্রতিবার বিকাশ হবে৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে DSA-র সভাপতি অমলেশ চৌধুরী DSA-র Swimming Pool-র ছাদ তৈরি করে দেওয়ার জন্য বিধায়ককে অনুরোধ করেন৷ এছাড়াও সভায় বক্তব্য রাখেন সচিব সুদীপ চক্রবর্তী, প্রাক্তন সচিব বিমান বিহারী সিনহা, বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ৷ সভায় উপস্থিত ছিলেন DSO ঝিমলি বরা, আশিষ নাগ প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button