উত্সবমুখর পরিবেশে রথযাত্রা সম্পন্ন করিমগঞ্জে
করিমগঞ্জ, ২০ জুন : সারাদিন থেকে বৃষ্টি। তবে জগন্নাথদেবের রথযাত্রায় কোনও প্রভাব ফেলতে পারেনি আষাঢ় মাসের বৃষ্টিপাত। রথের আনন্দে কোনও ভাটা পড়েনি। উত্সবমুখর পরিবেশের মধ্য দিয়ে আজ মঙ্গলবার রথযাত্রা সম্পন্ন হয়েছে করিমগঞ্জে।
শহরের টাউন কালীবাড়ি, মদনমোহনজিউর আখড়া, গাছ কালীবাড়ি, ইসকন মন্দির, নিম্বার্ক আশ্রম, ভুবনেশ্বর সাধুঠাকুর সেবাশ্রম সহ বেশ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানের সুসজ্জিত রথ শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করেছে আজ।
মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন মন্দিরে রথ ঘিরে পুজো-অর্চনার পাশাপাশি চলে নামসংকীর্তন। বিকালে বৃষ্টিকে উপেক্ষা করে রথযাত্রায় ভক্তদের ভিড় উপচে পড়ে। রথের রশিতে টান দিতে আট থেকে আশি সবারই ভিড় জমে জেলাসদরে। সব মিলিয়ে উত্সবমুখর পরিবেশের সৃষ্টি হয় এদিন। ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় সদর পুলিশকে।
টাউন কালীবাড়ি এবং শম্ভুসাগর পার্ক প্রাঙ্গণ জনপ্লাবণে পরিণত হয়। হাজারের বেশি ভক্ত সমাগম ঘটে। ছোট-বড় বিক্রেতারা খেলনা, বাহারি রকমের খাদ্য সামগ্রী নিয়ে হাজির ছিলেন সড়কের দুই পাশে। এক কথায় রথযাত্রাকে কেন্দ্র করে মিলনমেলায় পরিণত হয়েছে সীমান্ত শহর।