একলাবাড়িতে লাইমস্টোন বোঝাই ডাম্পারের গাড়িতে ধাক্কায় পিষ্ট ৪ বছরের শিশু, আহত ২
করিমগঞ্জ, ২ জুন : করিমগঞ্জের একলাবাড়িতে সড়ক দুর্ঘটনা । দ্রুতগামী ডাম্পার গাড়ির ধাক্কায় প্রাণ হারালো ছয় বছরের শিশু । ঘটনায় আহত আরো ও দুই শিশু । শুক্রবারের ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে । প্রতিবাদ সাব্যস্ত করতে গিয়ে ক্ষুব্ধ জনতা জাতীয় সড়ক অবরোধ করেন ।
দুর্ঘটনায় হত শিশুর নাম মুরাদ উদ্দিন । বাড়ির ঠিকানা করিমগঞ্জ শহর সংলগ্ন বাখরশাল নিউ করিমগঞ্জ রেলস্টেশনের একলাবাড়ী এলাকায় ।
জানা গেছে যে, অসম ত্রিপুরা সংযোগকারী আট নম্বর জাতীয় সড়ক ধরে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগামী এনএল ০১ এএফ ৫৬৪৭ নম্বরের ডাম্পার গাড়ি পিছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুরাদের । ঘটনায় আহত হয় আরোও দুই শিশু ।
দুর্ঘটনা সংঘটিত হওয়ার পর উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় জনতা । উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করেন। পরে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট বিক্রম চাষা ও করিমগঞ্জ সদর থানার ওসি ভবেন দেহাঙ্গীয়া দলবল নিয়ে উপস্থিত হন। মৃতদেহ উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আহত দুই শিশু করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিত্সাধীন ।