BARAK VALLEY
একাত্তরের যুদ্ধে হাইলাকান্দি জেলার অংশগ্রহণকারী সৈনিকদের নথিপত্র যাচাইয়ের আহ্বান

জনসংযোগ, হাইলাকান্দি : হাইলাকান্দি জেলা থেকে ১৯৭১ সালের ইন্দো-পাকিস্তান যুদ্ধে অংশগ্রহণকারী সৈনিক (নিহত এবং আহত সহ) যাদের নথিপত্র এখনও যাচাই হয়নি, তাদের নথিপত্র পুনরায় যাচাইয়ের সুযোগ দেওয়া হয়েছে৷ আগামী ২৫ মার্চের আগে হাইলাকান্দি জেলার সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে এসে তাদের নথিপত্র যাচাই করতে জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে আবেদন জানিয়েছেন৷