BARAK VALLEY

একাধিক গর্তের সমাহার এফএন রোডে

করিমগঞ্জ : জাতীয় সড়ক, পূর্ত সড়কে একাধিক গর্তের জন্য গত ক’দিনে রাজ্যজুড়ে প্রাণহানি ঘটেছে অনেকের৷ একদিনের মধ্যে সড়কের গর্তগুলো ভরাট করতে রবিবার জেলাশাসকদের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা৷ কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের একদিন অতিক্রান্ত হলেও জখন পর্যন্ত ফকিরাবাজার-নিলামবাজার পূর্ত সড়কের গর্ত ভরাট করতে কোনও উদ্যোগ পরিলক্ষিত হয় নি৷ ৩ বছর আগে সংস্কার হওয়া এফএন রোডের বিশেষ করে ফকিরাবাজার থেকে মহিশাসন অবধি সড়কে একাধিক গর্তের সমাহার৷

ফকিরাবাজার তেমাথা থেকে আনুমানিক ৫০০ মিটার দূরে জাতুয়া মাদ্রাসার পার্শ্ববর্তী স্থান গত বছরের বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত করে৷ ওই জায়গায় সড়কে একাধিক গর্তের সৃষ্টি হয়৷ বন্যার এক বছর অতিক্রান্ত হলেও সেই গর্তগুলো ভরাট করতে কোনও উদ্যোগ পরিলক্ষিত হয়নি বিভাগীয় তরফে৷ সাম্প্রতিককালে গর্তগুলো আরও বৃহৎ আকার ধারণ করেছে৷ কয়েকটি স্থান মরণফাঁদে পরিণত হয়েছে৷ ফকিরাবাজার তেমাথায় রয়েছে রয়াল স্কুল ও জাতুয়া পুরাহুরিয়া মাদ্রাসা৷ ওই দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিরাট আকারের দু’টি গর্ত রয়েছে৷ এতে যে কোনও সময় দুর্ঘটনার মুখে পড়তে পারেন পড়ুয়া সহ সাধারণ জনগণ৷

সীমান্তবর্তী এলাকার এই পূর্ত সড়কের লাতু থেকে প্রায় আড়াই-তিন কিমি: ক্রমশ বেহাল হচ্ছে৷ এখানে নিত্যদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটেই চলছে৷ গত কয়েকদিনের বৃষ্টিতে সড়কের পিচ ভেঙে সৃষ্টি হওয়া গর্তে থইথই করছে কাদা৷ যদিও বিভাগীয় তরফে এখনও কোন পদক্ষেপ নেওয়া হয়নি৷

Show More

Related Articles

Back to top button