এক ঘন্টার প্রবল বর্ষণে ফের ডুবলো শহর করিমগঞ্জ
করিমগঞ্জ : ফের করিমগঞ্জে কৃত্রিম বন্যা৷ যদিও কুশিয়ারা, লঙ্গাই ও সিংলা নদী বিপদ সীমার নীচে বইছিল৷ আশ্রয় শিবির থেকে মানুষ এখনও যাননি৷ কেননা মানুষের ঘরে এখনও জল রয়েছে৷ কিন্তু শহরের কৃত্রিম বন্যার কারণটাই ভিন্ন৷ সোমবার সকাল প্রায় ৯টা পর্যন্ত শহরের কোনো রাস্তায় জল ছিল না৷ অর্থাৎ রবিবার রাত থেকে যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে শহর ডুবাতে পারেনি৷ কিন্তু সকালের এক ঘন্টার প্রবল বৃষ্টিতে সমস্ত শহর জলমগ্ন৷ সামান্য বৃষ্টিতে করিমগঞ্জ শহরের একই ছবি বারবার চলে আসে৷ শহরের জাতীয় সড়ক মেইন রোড থেকে অরবিন্দ সরণী, মিশন রোড হয়ে রেডক্রস রোড, নিলমণি রোড থেকে রমণী রোড হয়ে ব্রজেন্দ্র রোড, রায়নগর, সুভাষনগর, ইন্দিরা কলোনী ইত্যাদি এলাকা জলের নিচে৷ তার মধ্যে সুভাষনগর এলাকা রেলের পার ও ইন্দির কলোণিতে আগে থেকেই লোকের ঘরে জল ঢুকে রয়েছে৷ যদি এভাবে বৃষ্টি চলতে থাকে, তাহলে ৩য় বারের মতো বন্যার মুখোমুখি হবে করিমগঞ্জ৷