Barak Valley

এনসিসি ক্যাডেটদের পুরষ্কার প্রদানে বৈষম্য! বিক্ষোভ

করিমগঞ্জ : স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গেও বৈষম্য৷ এমন অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের বিরুদ্ধে৷ জানা গেছে সরকারি স্কুল বা DSA-র ময়দানে মঙ্গলবার জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের পর পুরষ্কার বিতরণ নিয়ে বাধে বিতর্ক৷

এদিন মাঠে কাদার মধ্যে বৃষ্টিতে ভিজে দায়িত্ব পালনের পরও পুরষ্কার থেকে বঞ্চিত হয় কয়েকটি স্কুলের এনসিসি ক্যাডেটরা৷ যার প্রতিবাদে স্বাধীনতা দিবসের দিনই তারা জেলাশাসকের কার্যালয়ের সামনে জমায়েত হয়ে স্লোগান দেয়৷ তবে ADC বিক্রম চাষা দ্রুত সেখানে পৌঁছে তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সামাল দেন৷ মাঠে পুলিশ, বিএসএফ ও বিভিন্ন স্কুলের এনসিসি ক্যাডেটদের অভিবাদন ও প্যারেড গ্রহণ করে জেলাশাসক মৃদুল যাদব যখন পরম্পরাগতভাবে বক্তব্য পেশ করে পুরষ্কার বিতরণ করতে যান, ঠিক তখনই পুরষ্কার প্রাপকদের তালিকা থেকে ছিটকে পড়ায় করিমগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এনসিসি ক্যাডেটরা ক্ষোভে ফেটে পড়ে৷ তাঁরা জানান, নিয়ম-শৃঙ্খলা মেনে প্যারেড সম্পন্ন করার পরও তারা পুরষ্কার পাননি৷

Show More

Related Articles

Back to top button