Barak ValleyEducation

এরালিগুল দীনদয়াল কলেজে পদার্থবিদ্যা বিভাগের ওয়েবমিনার

জনসংযোগ, করিমগঞ্জ, ৩০মে : এরালিগুলের দীনদয়াল মহাবিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ ‘JEST, JAM, CUET -A Roadmap to Success for Physics Students’ – বিষয়ক অত্যন্ত তথ্যপূর্ণ ওয়েবমিনারের আয়োজন করেছে৷ মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ও ওয়েবমিনারের পৃষ্ঠোপোষক ড. জয়শ্রী চক্রবর্তীর নেতৃত্বে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়ে উঠে৷ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ সতীনাথ পাল স্বাগত বক্তব্যের মধ্যে উপস্থিত সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে এই অনুষ্ঠানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন৷

ওয়েবমিনারের মূল আকর্ষণ ছিলেন বিশিষ্ট বক্তা ড. অভিনন্দন ভট্টাচার্য৷ তিনি তার বক্তব্যে JEST, IIT JAM এবং TIFR পরীক্ষাগুলিতে সফল হওয়ার কৌশলের ওপর আলোকপাত করেন৷ তিনি ওই পরীক্ষাগুলোর ধরন ও বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন৷ এতে উত্তীর্ণ হলে ভবিষ্যতে স্নাতোকত্তর ও PHD-র ক্ষেত্রে সুবিধা হবে বলে জানান৷ ড. ভট্টাচার্য৷ কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপিকা ড. গায়ত্রী ঘোষ অনুষ্ঠান সঞ্চালনাও করেন৷ তার ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়েই অনুষ্ঠানটির সমাপ্তি হয়৷

Show More

Related Articles

Back to top button