Barak Valley

এসপি-র ঘনিষ্ঠ পরিচয় দিয়ে পুলিশের নামে দালালি! শিলচরে গ্রেফতার সাংবাদিক

শিলচর : ইদানীং কিছু অপরিনামদর্শী সাংবাদিকদের পুরো সাংবাদিক সমাজকে নাকি সন্দেহের চোখে দেখা হচ্ছে৷ এবার পুলিশের নামে দালালি করতে গিয়ে পুলিশের জালে আটক সাংবাদিক৷ সাংবাদিকের নাম সানি রায় (২৯)৷ পেশার তাগিদে শিলচর আশ্রম রোডে থাকলেও তাঁর মূল বাড়ি পাঁচগ্রাম এলাকায়৷ সানি গুয়াহাটির একটি বেসরকারি টিভি চ্যালেন (আসাম টকস)-র এ অঞ্চলের সংবাদদাতা৷

পুলিশের এক সূত্র জানায়, নিজেকে পুলিশ সুপারের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে পুলিশ রিজার্ভে কর্মরত ‘সিংহ’ পদবীর ক’জনের কাছ থেকে চাকরি পছন্দসই জায়গায় স্থানান্তরের নামে মোটা অঙ্কের ঘুষ নিয়েছে বলে অভিযোগ৷ ৮মে সদর থানায় এজাহার দায়ের করেন এক কনস্টেবল৷

এমন অভিযোগ পুলিশ সুপারের কানে যেতেই তৎক্ষণাৎ সানিকে গ্রেফতারের নির্দেশ দেন৷ SP-র নির্দেশে ও দায়েরকৃত এজাহারের ভিত্তিতে সোমবার শিলচর সদর পুলিশ সানিকে আটক করে৷ এর আগে ভুয়ো আধার কার্ড তৈরীতে গ্রেফতার হয় সানি৷ তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি উঠেছে সাংবাদিক মহল থেকে৷

এদিকে, সানির পরিবারের লোকেরা অভিযোগ অস্বীকার করেন৷ তাদের পাল্টা অভিযোগ মিথ্যা মামলায় সানিকে ফাঁসানো হয়েছে৷ গত ডিসেম্বর মাসে ‘সিংহ’ পদবী’র কনস্টেবল-র কাছ থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে এ বছর এপ্রিল মাসে তা পরিশোধও করে দেন৷

এদিকে, গ্রেফতারের পর সানিকে আদালতে পেশ করা হয়৷ আদালতের নির্দেশে তাকে বিচার বিভাগীয় হেফাজতে জেলে পাঠানো হয়েছে৷

Show More

Related Articles

Back to top button