Monday, October 3, 2022

ওয়াজে যে কোনও মওলানাকে ডাকবেন না, মুসলিম ‘ভাই’দের আহ্বান ডিজিপির

শিলচর : বৃহস্পতিবার শিলচরে এসে রাজ্যের পুলিশ প্রধান ভাস্করজ্যোতি মহন্ত শিলচর সদর থানার নতুন ভবনের দ্বারোদ্ঘাটনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পবিত্র কোরান নিয়ে চর্চা করলে মুসলিমরা সঠিক পথেই চলবে৷ কোরান একটি পবিত্র ধর্মগ্রন্থ৷ তিনি মওলানাদের কোরান চর্চার বিষয়ে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান৷ ইসলাম ধর্মের ওয়াজ মহফিলে যাতে ভারত বিরোধী কথা না বলে কোরান নিয়ে আলোচনা করা হয় সে বিষয়টি মওলানাদের দেখার জন্য বলেন পুলিশ প্রধান৷

ভারতের প্রতি প্রেমই হলো বড় কথা৷ জেহাদি কোন অবস্থাতেই বড় কথা নয়৷ সীমান্ত উন্নয়নে পুলিশ ও BSF যৌথভাবে কাজ করছে বলে জানান তিনি৷ ওইদিন শিলচর সদর থানার নতুন ভবনের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে দারোদ্ঘাটন করেন DGP. অনুষ্ঠানে বিগত বন্যায় কাছাড় পুলিশের যে সব কর্মী নিষ্ঠা ও সততার সঙ্গে অনবদ্য কাজ করেছেন তাদের ৩৪ জনকে শংসাপত্র দিয়ে সম্মানও জানান পুলিশ প্রধান৷ উপস্থিত ছিলেন DIG কংকন জ্যোতি শইকিয়া, SP রমণদীপ কৌর, সহ বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিক ও কর্মীরা৷

Latest Updates

RELATED UPDATES