Barak Valley

কটামণিতে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

কটামণি : ক‌রিমগ‌ঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানা এলাকার কটামণিতে লোয়াইর‌পোয়া-কানমুন সড়‌কে আজ বুধবার সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টা নাগাদ দু‌টি মোটর বাইকের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে গুরুতরভাবে আহত হয়েছেন তিন যুবক।

জানা গে‌ছে, কটনপু‌রের জনৈক তম‌জিদ আলির বছর ১৮-এর ছে‌লে মনসুর আহ‌মেদ আজ বিকাল প্রায় সোয়া ছয়টা নাগাদ এএস ১০ জি ৪৬৪২ নম্বরের পালসার বাইক নি‌য়ে তেজপুর থে‌কে বা‌ড়ি ফেরার প‌থে বিপ‌রীতগা‌মী টিআর ০২ ১৫১১ নম্ব‌রের বাইকের সঙ্গে সংঘর্ষ হ‌য়। এতে দু‌টি বাইকের তিন যুবক সড়‌কে ছিট‌কে প‌ড়ে গুরুতর আহত হন। অন্য বাইকের আহত‌রা চালক মোবারক আলির ছেলে আনোয়ার হো‌সেন (২২) এবং জনাব আলির ২১ বছরের ছেলে সে‌লিম উদ্দিন। উভ‌য়ের বা‌ড়ি স্থানীয় ইচারপাড় গ্রা‌মে।

দুর্ঘটনায় মনসুর আল‌মের অবস্থা গুরুতর ব‌লে জানা গে‌ছে। আহত‌দের উদ্ধার ক‌রে চি‌কিৎসার ব্যরবস্থা ক‌রে দেন স্থানীয়রা।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কটাম‌ণি পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাইক দু‌টি নি‌জে‌দের জিম্মায় নি‌য়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Show More

Related Articles

Back to top button