Barak Valley

কটামণিতে ধসে ক্ষতিগ্রস্ত ঘর, অল্পে রক্ষা পেল পরিবার

কটামণি : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি বিধানসভা এলাকার বাজা‌রিছড়া থানাধীন কটাম‌ণির কটনপু‌রে সংঘ‌টিত এক ভয়াবহ ভূ‌মিধ‌সে সৌভাগ্যবলে দুই শিশু সহ গোটা পরিবার রক্ষা পেয়েছে। তবে ধসের কবলে পড়ে ওই পরিবারের বসতঘর ধ্বংসস্তূপে পরিণত হ‌য়েছে।

জানা গে‌ছে, গত কয়দিনের অবিরাম বৃ‌ষ্টিপা‌তের ফ‌লে মঙ্গলবার রাত প্রায় সাড়ে নয়টা নাগাদ কটনপুর গ্রামের বাসিন্দা জ‌নৈক নজরুল ইসলা‌মের ঘ‌রে লা‌গোয়া টিলা থে‌কে নে‌মে আসে মা‌টি সহ একটি বাঁশ ঝাড়। ঘটনার সময় নজরুল ইসলামের দুই শিশুসন্তান ঘুমিয়েছিল।

আচমকা মাটি ও বাঁশ ঝাড়ের ধাক্কায় ঘরের দেওয়াল ভেঙে পড়ে যায়। এতে বিছানা এবং একটি টেবিলের নীচে দুই ছেলে চাপা পড়ে যায়। তিনি কোনওরকম টেনেটুনে তাদের উদ্ধার করে স্ত্রী সহ ঘর থেকে বেরিয়ে পড়েন। এ ঘটনায় নজরুল ইসলামের ছেলে আশ্রাফুল হুসেন (১২) এবং দিলওয়ার হুসেন (১৭) আহত হয়েছে।

Show More

Related Articles

Back to top button