করিমগঞ্জের আইটিআই রামকৃষ্ণনগরে
করিমগঞ্জ : করিমগঞ্জ জেলা সদর থেকে সরিয়ে নেওয়া হলো ITI. সেটেলমেন্ট থেকে এবার রামকৃষ্ণনগরে নিয়ে যাওয়া হলো ITI. ১৯৮৫ সালে আত্মপ্রকাশ করা করিমগঞ্জ ITI-র পঠনপাঠন চলে শ্রীকোণায়৷ নির্ধারিত জায়গা সহ পরিকাঠামোগত সমস্যার জন্য ১৯৯১ সাল পর্যন্ত ITI-র অস্থায়ীভাবে শ্রীকোণা ITI-তে ক্লাস চলে৷ এরপর করিমগঞ্জে শুরু হয় ITI-র প্রশিক্ষণ৷ মূলত ২টি বিষয় এয়ার কডিশনিং এবং রেফ্রিজেশন, ড্রেস মেকিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়৷ কিন্তু প্রশিক্ষার্থীর অভাব, কর্মীশূন্যতা এবং স্থায়ী জায়গার অভাব সহ অন্যান্য বিষয় খতিয়ে দেখে সরিয়ে নেওয়া ITI-কে৷ করিমগঞ্জ জেলা সদর থেকে পরিকল্পিতভাবে ITI রামকৃষ্ণনগরে সরিয়ে নেওয়ার পেছনে রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে বলে অনেকে সংশয় ব্যক্ত করেন৷ Medical College-র পর এবার ITI প্রশিক্ষণ কেন্দ্র সরিয়ে নেওয়াকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সর্বত্র৷