করিমগঞ্জের কানাইবাজার আখড়ায় চলছে রথযাত্রার প্রস্তুতি
পাথারকান্দি, ৩ জুন : আগামী ২০ জুন রথ রথযাত্রা। প্রতি বছরের মতো এবারও করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা এলাকার কানাইবাজারে অবস্থিত ঐতিহ্যমণ্ডিত শ্রীশ্রী কানাইলাল জিউর আখড়ায় রথযাত্রা উত্সব পালিত হবে। আসন্ন রথযাত্রা উদযাপনের জন্য জোরদার প্রস্তুতি শুরু করেছে আয়োজক মণ্ডলি।
কানাইলাল জিউ আখড়া পরিচালন সমিতি ও রথযাত্রা পরিচালন কমিটির যৌথ উদ্যোগে এবারের রথযাত্রা পালন হবে, জানিয়েছেন আখড়া পরিচালন সমিতি পদাধিকারী প্রমথেশ দে, সঞ্জয় দেবনাথ পীযূষ দে, ফণীভূষণ দে, গণেশ দে, গৌরীশ দাস, দেবজিত্ দে, রাজীব সিনহা, পিঙ্কু দে এবং প্রভুদানন্দ দাস বাবা। তাঁরা জানান, আগামী ২০ জুন দিনব্যা পী বিবিধ মাঙ্গলিক কার্যসূচির মাধ্যমে পালিত হবে রথযাত্রা। আগের দিন ১৯ জুন অনুষ্ঠিত হবে শুভ অধিবাস। এতে এলাকার বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের মহিলারা নামকীর্তন করে গোটা রাত জাগরণ করবেন।
পরের দিন বিকেলে মন্দির সংলগ্ন অসম ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কে প্রভু জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে রথ বের হবে। এ উপলক্ষে প্রতি বছরের মতো আখড়া প্রাঙ্গণে মেলাও বসবে। রথযাত্রা উত্সবে এলাকার সকল সনাতনি ভক্তদের উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।