Barak ValleyEducation

করিমগঞ্জের দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে ফিজিক্স ইন অ্যাকশন কর্মশালা

জনসংযোগ, করিমগঞ্জ, ৩১ মে : যথাযোগ্য উত্‍সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে করিমগঞ্জ জেলার অন্তর্গত এরালিগুলে অবস্থিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে ফিজিক্স ইন অ্যাকশন নামে একটি কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কর্মশালার কোর্ডিনেটর ড. প্রীতিভাজন ব্যক্তি রিচার্ড ফাইনম্যানের বিখ্যাত উদ্ধৃতি দিয়ে বলেন, নিরসভাবে বিজ্ঞান পড়ালে বিষয়ের প্রতি ছাত্রদলের আকর্ষণ কমে যায়। বিজ্ঞানে ভালোবাসা তৈরি করার জন্য হাতেকলমে বিজ্ঞান চর্চার গুরুত্ব অপরিসীম। আইকিউএসি-এর কোঅর্ডিনেটর ড. চিন্ময় পাল সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানান এবং এ ধরনের কর্মশালার গুরুত্বের ওপর পর্যালোচনা করেন।

কর্মশালার একটি লক্ষ্য ছিল নাগরিক বিজ্ঞান কার্যক্রমের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা। নাগরিক বিজ্ঞান মানে সেই সব বৈজ্ঞানিক গবেষণা যেখানে জনসাধারণের সহযোগিতা জড়িত।

আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হিমাদ্রি শেখর দাসের বক্তব্যে এবং নেতৃত্বে কর্মশালার এই পর্বটি অনুষ্ঠিত হয়। কর্মশালার আরেকটি অংশ ছিল সৌর কলঙ্ক পর্যবেক্ষণ। নাতিদীর্ঘ বক্তৃতার মাধ্যমে অধ্যাপক দাস সূর্যেও কেন কলঙ্ক দেখা দেয় তার ব্যাখ্যা দেন। কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল পদার্থবিদ্যার পরিঘটনার উপর দশটি মডেল প্রদর্শন।

মূল্যায়নের দ্বায়িত্বে ছিলেন রামকৃষ্ণনগর কলেজের অধ্যাপক ড. দীপঙ্কর পাল ও এই কলেজের অধ্যাপকদ্বয় ড.রাজীব পাল এবং ড.এস ডি কুরবাহ। কর্মশালার এই পর্যায় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ড. দীপঙ্কর পাল বলেন, বুদ্ধিদীপ্ত এই মডেল দেখে এবং ছাত্রদের উত্তরে তিনি অপ্লুত। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী মডেলগুলো যথাক্রমে আলোকের অভ্যন্তরীণ পূর্ণপ্রতিফলন, টেসলা কয়েল এবং পদার্থের গতিতত্ত্ব।

এদিনের কার্যক্রম ড. গায়ত্রী ঘোষের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে শেষ হয়।সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন ড. শিবাশিস দত্ত। অনুষ্ঠানের সর্বশেষ পর্বটি জ্যোতির্বিজ্ঞানের উপর ক্যুইজ, ড. অবিনাশ শুক্লবৈদ্যের রাতে অনলাইনে অনুষ্ঠিত হয়।

Show More

Related Articles

Back to top button