Barak Valley

করিমগঞ্জের প্রবীণ শিক্ষাবিদ মহিতোষ দাস প্রয়াত

করিমগঞ্জ : করিমগঞ্জের প্রবীণ নাগরিক, শিক্ষাবিদ মহিতোষ দাস দীর্ঘদিনের বার্ধক্যজনিত রোগে প্রয়াত হন মঙ্গলবার বিকেল ৪:০০ শহরের তারাভূষণ লেনের নিজ বাসভবনে৷ প্রয়াতকালে বয়স হয়েছিল ৯৫ বছর৷ রেখে গেছেন স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা, সহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণমুগ্ধ৷ রাতেই সুভাষ নগর মহাশ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়৷

প্রয়াত মহিতোষ দাস ভাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষকের পদ থেকে অবসর নেওয়ার পর চারণিকের উপদেষ্টা, করিমগঞ্জ বইমেলা কমিটির আমৃত্যু সদস্য ছিলেন৷

তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে৷ শোক প্রকাশ বিশিষ্টজনেরা৷

Show More

Related Articles

Back to top button