Barak Valley

করিমগঞ্জের বারইগ্রামে রাধারমণ ক্যানসার হাসপাতালের মউ চুক্তি সম্পৰ্কিত আলোচনাসভা

সংবাদ সংস্থা, করিমগঞ্জ, ২১মে : কাছাড় ক্যানসার হাসপাতাল সমিতির সঙ্গে আজ রবিবার করিমগঞ্জ জেলার অন্তর্গত বারইগ্রামে শ্রীশ্রী গোপালজিউ, শ্রীশ্রী রাধাবিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রম কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বারইগ্রামে প্রস্তাবিত রাধারমণ ক্যানসার হাসপাতালের মউ চুক্তি সম্পৰ্কে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় উভয় পক্ষ তাঁদের মতামত ব্যক্ত করেন। আলোচনা সভার পর উভয় কমিটির প্রতিনিধিরা প্রস্তাবিত হাসপাতালের ভূমি পরিদর্শন করেছেন।

শিলচরে অবস্থিত কাছাড় ক্যানসার হাসপাতালের চেয়ারম্যান ডা. সুজিতকুমার নন্দি পুরকায়স্থ বলেন, প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউ সনাতন ধর্মের প্রচার ও প্রসারের পাশাপাশি মানবকল্যাণে নানা ধরনের সেবামূলক কাজের যে সূচনা করে গিয়েছেন তা চালিয়ে যাচ্ছেন তাঁর শিষ্যরা। সেই সেবামূলক ধারা বজায় রাখতে গিয়ে আশ্রম পরিচালন সমিতি এবার কাছাড় ক্যানসার হাসপাতালকে এক খণ্ড ভূমি দান করবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ভূমিতে গড়ে উঠবে শ্রীশ্রী রাধারমণ ক্যানসার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার।

কাছাড় ক্যানসার হাসপাতালের সম্পাদক নীলমাধব দাস বলেন, মউ চুক্তির পাশাপাশি কাছাড় ক্যানসার হাসপাতাল পরিচালন সমিতির পদাধিকারীরা এক সভায় মিলিত হয়ে বারইগ্রামের প্রস্তাবিত রাধারমণ ক্যানসার হাসপাতালের ভূমিতে কাজ শুরু করবে।

বারইগ্রাম আশ্রম কমিটির সম্পাদক তরুণ চৌধুরী বলেন, কাছাড় ক্যানসার হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে আজকের আলোচনাসভা সফল হয়েছে। দিন-কয়েকের মধ্যে মউ চুক্তি স্বাক্ষর হবে।

সভাপতি সুনীল পাল বলেন, প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী ধর্মীয় কাজকর্মের পাশাপাশি মানবকল্যাণে সেবামূলক অনেক কাজ করে গেছেন। প্রভুর আশীর্বাদ নিয়ে আমরা কাছাড় ক্যানসার হাসপাতালের প্রস্তাবিত করিমগঞ্জের বারইগ্রামে শ্রীশ্রী রাধারমণ ক্যানসার হাসপাতাল ও রিসার্চ সেন্টার তৈরি হবে।

আজকের সভায় কাছাড় ক্যানসার হাসপাতালের পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রাক্তন অধ্যাপক ডিপি রায়, কোষাধ্যক্ষ সখারঞ্জন রায়, সহ-সম্পাদক স্বপনকুমার ঘোষ, গভর্নিং বডির সদস্য নীলাভ মজুমদার (মৃদুল), সাধন পুরকায়স্থ, নিখিলরঞ্জন দাস। বারইগ্রাম শ্রীশ্রী গোপালজিউ, শ্রীশ্রী রাধাবিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রম কমিটির পক্ষে ছিলেন সহ- সভাপতি বাদল পাল ও ডা. দুর্বাদল দাস, অলোক রায়, প্রচার-সচিব কার্তিক পাল, অরূপ রায়, সদস্য সুনয়ন দাস, জন্টু সাহা, শ্যামল রায়, অভিজিত্‍ মালাকার প্রমুখ।

Show More

Related Articles

Back to top button