Barak Valley
করিমগঞ্জের লঙ্গাইয়ে ট্রেনে কাঁটা পড়ে মৃত্যু যুবকের
করিমগঞ্জ, ১৬ জুন : করিমগঞ্জের লঙ্গাইয়ে ট্রেনে কাঁটা পরে এক যুবকের মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে আজ সকালে । হত যুবকের নাম বিলাল উদ্দিন । বাড়ি মাইজগ্রাম বিস্কুট এলাকায় বলে জানা গেছে ।
স্থানীয় সূত্রে জানা যায় যে, শুক্রবার সকালে যখন মুষলধারে বৃষ্টি হচ্ছিলো তখনই ঘটানটি ঘটে ।
অনেকে জানান, মোবাইল ফোনে কথা বলে সকালে রেললাইন ধরে হাটছিলো বিস্কুটের বিলাল উদ্দিন । ওইসময় মহিষাশন থেকে আসা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার ।
ঘটনার পর ছুটে আসে লঙ্গাই পুলিশ । এরপর মৃতদেহ উদ্ধার করা হয় । ময়নাতদন্তের জন্য পাঠানো হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে ।