Updates
করিমগঞ্জের লাফসাইলে গৃহবধূর রহস্যমৃত্যু
করিমগঞ্জ, ২৬ মে : করিমগঞ্জের ভারত বাংলা সীমান্ত এলাকা লাফসাইলে এক গৃহবধূর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে । করিমগঞ্জ সদর থানায় হত্যার অভিযোগ এনে এজাহার দায়ের করেছেন মৃতের পিতা আব্দুল কাদির ।
এজাহারে চার জন অভিযুক্ত করা হয়েছে । এতে উল্লেখ করেছেন যে, পনেরো মাস আগে তার কন্যা মাহমুদা বেগমের বিবাহ হয় লাফসাইল গ্রামের আব্দুল রৌফের সঙ্গে ।
কিন্তু তাকে প্রায় শারীরিক ভাবে নির্যাতন করা হতো । যৌতুক দাবি করা হতো । গত কয়েকদিন থেকে নগদ টাকা দাবি করা হচ্ছিল । দাবি পূরণ না করায় তার কন্যাকে হত্যা করে আত্মহত্যা সাজিয়ে দিয়েছে পরিবারের লোকেরা । থানায় এজাহার দায়ের করে সঠিক তদন্ত কামনা করেছেন তিনি ।