Barak Valley

করিমগঞ্জের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংযোগ, করিমগঞ্জ, ১১ জুলাই : করিমগঞ্জের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার করিমগঞ্জ সিভিল হাসপাতালে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। পরিবার পরিকল্পনা এবং জনসংখ্যার সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এই দিবস পালন করা হয়।

এদিন করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডা. সুমনা নাইডিং পতাকা নেড়ে একটি র‌্যালির মাধ্যমে এই দিবস পালনের যাত্রা শুরু করেন। ওই র‌্যালিতে সহকারী আয়ুক্ত রংবামন টেরং, মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ড. মতিন্দ্র সূত্রধর, করিমগঞ্জ সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. লিপি দেব, এনএইচএম-এর ডিপিএম সুমন চৌধুরী, দেবজিৎ দে, এনভিবিডিসিপি কনসালটেন্ট; সুমিত রায়, এপিডেমিওলজিস্ট; ফয়েজ উদ্দিন আহমেদ, ডিএফপিসি; রুহুল আলম মজুমদার, কাউন্সিলর; করিমগঞ্জ সিভিল হাসপাতালের কর্মকর্তারা এবং শহরের আশা কর্মীরা অংশ গ্রহণ করেন।

র‌্যালির পর, বিশ্ববীনা এনজিও একটি আকর্ষণীয় পথনাটক উপস্থাপন করে যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে এবং কার্যকরভাবে পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে বার্তা দেয়।

পরে করিমগঞ্জ সিভিল হাসপাতালের সম্মেলন কক্ষে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণকারী দুইজন সন্তুষ্ট উপকারভোগীকে স্বাস্থ্য বিভাগের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনার্ভা দেবী আরামবাম পুরস্কৃত করেন। এতে একজন পুরুষ এবং একজন নারী যারা বন্ধ্যাকরণ করেছিলেন, পরিবার পরিকল্পনার প্রতি তাদের অঙ্গীকারের জন্য স্বীকৃতী প্রদান করা হয়।

এদিকে বিশ্ব জনসংখ্যা দিবসের সাথে পরিবার পরিকল্পনা সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে একযোগে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা পক্ষ। এই পক্ষ জুড়ে যোগ্য দম্পতিদের বিনামূল্যে পরিবার পরিকল্পনা পরিষেবা দেওয়া হবে। সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম যেমন “সাস বহু সম্মেলন” এবং উপকেন্দ্র স্তরের সচেতনতা সভা আয়োজন করা হচ্ছে।

Show More

Related Articles

Back to top button