করিমগঞ্জে অরক্ষিত, ব্যারিকেট বিহীন নালার কাজ, উন্মুক্ত ম্যানহোল ইত্যাদি নজরে আসলে তৎক্ষণাৎ জরুরী পরিষেবা কেন্দ্রের নম্বরে জানাতে বলা হল
জনসংযোগ, করিমগঞ্জ, ১২ জুন : চলতি বর্ষার মরশুমে করিমগঞ্জ জেলায় কোন অরক্ষিত, ব্যারিকেট বিহীন নালার কাজ, উন্মুক্ত কনস্ট্রাকশন হোল, ম্যানহোল ইত্যাদি যদি পরিলক্ষিত হয় তবে তৎক্ষণাৎ করিমগঞ্জের ডিস্ট্রিক্ট ইমার্জেন্সি অপারেশন সেন্টার, টেলিফোন নম্বর ০৩৮৪৩-২৬৫১৪৪ এ জানাতে করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে। করিমগঞ্জের জেলাশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান এক আবেদনে চলতি বর্ষার মরশুমে যেকোন দুর্ঘটনা এড়াতে এবং তাৎক্ষণিকভাবে এ ধরনের উন্মুক্ত স্থান গুলি বন্ধ করার ব্যবস্থা গ্রহণের জন্য এ ধরনের ব্যারিকেট বিহীন নালার কাজ, উন্মুক্ত কন্সট্রাকশন হোল ও ম্যানহোল নজরে আসলে তৎক্ষণাৎ ওই নম্বরে জানাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এ ধরনের নির্মাণ কাজের সাথে যুক্ত সংস্থাগুলিকে জনগণের জীবনের সুরক্ষার খাতিরে প্রাথমিক সুরক্ষা বিধি মেনে নির্মাণ কাজ করতে জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে।