Barak Valley

করিমগঞ্জে অরক্ষিত, ব্যারিকেট বিহীন নালার কাজ, উন্মুক্ত ম্যানহোল ইত্যাদি নজরে আসলে তৎক্ষণাৎ জরুরী পরিষেবা কেন্দ্রের নম্বরে জানাতে বলা হল

জনসংযোগ, করিমগঞ্জ, ১২ জুন : চলতি বর্ষার মরশুমে করিমগঞ্জ জেলায় কোন অরক্ষিত, ব্যারিকেট বিহীন নালার কাজ, উন্মুক্ত কনস্ট্রাকশন হোল, ম্যানহোল ইত্যাদি যদি পরিলক্ষিত হয় তবে তৎক্ষণাৎ করিমগঞ্জের ডিস্ট্রিক্ট ইমার্জেন্সি অপারেশন সেন্টার, টেলিফোন নম্বর ০৩৮৪৩-২৬৫১৪৪ এ জানাতে করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে। করিমগঞ্জের জেলাশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান এক আবেদনে চলতি বর্ষার মরশুমে যেকোন দুর্ঘটনা এড়াতে এবং তাৎক্ষণিকভাবে এ ধরনের উন্মুক্ত স্থান গুলি বন্ধ করার ব্যবস্থা গ্রহণের জন্য এ ধরনের ব্যারিকেট বিহীন নালার কাজ, উন্মুক্ত কন্সট্রাকশন হোল ও ম্যানহোল নজরে আসলে তৎক্ষণাৎ ওই নম্বরে জানাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এ ধরনের নির্মাণ কাজের সাথে যুক্ত সংস্থাগুলিকে জনগণের জীবনের সুরক্ষার খাতিরে প্রাথমিক সুরক্ষা বিধি মেনে নির্মাণ কাজ করতে জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে।

Show More

Related Articles

Back to top button