SportsBarak Valley
করিমগঞ্জে আন্তঃজেলা স্কুল ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান
করিমগঞ্জ : করিমগঞ্জের জেলা ক্রীড়া আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ১১ জুলাই শহরের নীলমণি স্কুলের মাঠে ১৭ অনুর্ধ্ব বালক ও বালিকা এবং ১৫ অনুর্ধ্ব বালকদের আন্তঃজেলা স্কুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে৷
এতে আরও জানানো হয়েছে, গুয়াহাটিতে অনুষ্ঠিত Inter District School Tournament-এ অংশগ্রহণের জন্য জেলা পর্যায়ের স্কুল টিম প্রস্তুত করতে এই tournament অনুষ্ঠিত হবে৷ এতে করিমগঞ্জের ইচ্ছুক খেলোয়াড় ছাত্র ছাত্রীদের ওই প্রস্তুতি tournament-এ অংশগ্রহণের জন্য প্রস্তুতি সহ ১১ জুলাই, বৃহস্পতিবার সকাল ৯টায় নীলমণি স্কুলের মাঠে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে৷