করিমগঞ্জে আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জনসংযোগ, করিমগঞ্জ : আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনের কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার করিমগঞ্জে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে৷ করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি মিনার্ভা দেবী আরামবামের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় ড. জামাল আহমদ চৌধুরী, ডিস্ট্রিক্ট নোডাল অফিসার আয়ুষ সহ NHM-র DPM হানিফ মোহম্মদ কৌশল আলম, DME সুমন চৌধুরী, যোগব্যায়াম অনুশীলনে নিযুক্ত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন৷
করিমগঞ্জে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠা DSA Indoor Stadium-এ অনুষ্ঠিত হবে৷ ওই স্থানে বিপুল সংখ্যক অংশগ্রহণকারীদের ধারণ ক্ষমতা এবং যোগব্যায়াম কার্যক্রমের জন্য একটি অনুকূল পরিবেশ প্রদানের জন্য ওই স্থান বেছে নেওয়া হয়েছে বলে ADC আরামবাম জানান৷
এছাড়াও যোগ দিবসের সঙ্গে সঙ্গতি রেখে রবিবার জেলা পর্যায়ের যোগা প্রতিযোগিতা করিমগঞ্জের জেলা গ্রন্থাগার ভবনে অনুষ্ঠিত এই বলে জানানো হয়৷ প্রতিযোগিতায় ৪টি Group-এ হবে৷ ১ম Group-এ ১০ বছর, ২য় Group-এ ১০-১৮ বছর, ৩য় Group-এ ১৮-৩৫ বছর এবং ৪র্থ Group-এ ৩৫ বছরের ঊর্ধ্বেররা অংশগ্রহণ করতে পারবেন৷ প্রতিযোগিতার জন্য নিবন্ধন, ওই একই স্থানে অনুষ্ঠানের দিন সকাল ৯টা-১০:৩০টা পর্যন্ত করা হবে৷ বৈঠকে শারীরিক ও মানসিক সুস্থতার প্রচারে যোগব্যায়েম গুরুত্বের ওপর জোর দেওয়া হয়৷
আন্তর্জাতিক যোগ দিবসকে সফল করার জন্য জনগণের অংশগ্রহণের ওপর জোর দেওয়া হয়৷ সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য, পেশাদার এবং যোগব্যায়াম সংস্থাগুলির মধ্যে সহযোগিতায় যোগ দিবসের কর্মসূচি সফল করে তুলতে আহ্বান জানানো হয়৷ এতে আরও বেশি ব্যক্তিকে তাদের দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করা হয়৷