করিমগঞ্জে উদযাপিত লোককল্যাণ দিবস, লোকসেবা পুরস্কারে ভূষিত বিধায়ক দাস
করিমগঞ্জ : সমগ্র রাজ্যের সঙ্গে সংগতি রেখে আজ সোমবার করিমগঞ্জে অসমের প্রথম মুখ্যমন্ত্রী ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের ৭৪-তম মৃত্যুবার্ষিকী লোককল্যাণ দিবস হিসেবে পালন করা হয়েছে। আজ সকাল ১১টায় করিমগঞ্জের জেলাশাসকের কার্যালয়ের সভাকক্ষে গোপীনাথ বরদলৈয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে লোককল্যাণ দিবসের অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক মৃদুল যাদব, প্রাক্তন বিধায়ক প্রণব নাথ, ডিডিসি দীপক জিডুং, এডিসি আনিস রসুল মজুমদার, এডিসি ধ্রুবজ্যোতি পাঠক, এডিসি উদয়শংকর দত্ত, সহকারী আয়ুক্ত রূপক মজুমদার, প্রিয়াঙ্কা ইয়ামনাম, রংবামন তেরন, মানস প্রতিম বংজং, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নির্বাহী বাস্তুকার অশোকবিজয় দাস প্রমুখ।
এই দিবস পালনের উদ্দেশ্যে ব্যাখ্যা করেন এডিসি আনিস রসুল মজুমদার। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের রাজনৈতিক জীবন, দেশপ্রেম, জনসেবা ইত্যাদি জীবনী সংবলিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে অনুষ্ঠানে। তার পর রাজ্য সরকার কর্তৃক করিমগঞ্জ জেলায় এ বছরের জেলাস্তরে লোকসেবা পুরস্কারের জন্য মনোনীত করিমগঞ্জ কৃষি বিভাগের সহকারী ইন্সপেক্টর বিধায়ক দাসকে শংসাপত্র দিয়ে সম্মানিত করে পুরস্কার প্রদান করেন জেলাশাসক মৃদুল যাদব।
অনুষ্ঠানে জেলাশাসক বলেন, অন্যান্য বছরের মতো এ বছরও অসমের প্রথম মুখ্যমন্ত্রী ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের মৃত্যুবার্ষিকী লোককল্যাণ দিবস হিসেবে পালন করা হচ্ছে। এই দিবসে রাজ্য সরকার থেকে রাজ্য পর্যায়ে এবং জেলা পর্যায়ে সৎ, নিষ্ঠাবান, সৎচরিত্র নন-গ্যাজেটেড কর্মচারীদের লোকসেবা পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত কর্মচারীর এক বছরের চাকরি জীবনের সময়সীমা বৃদ্ধি, ব্যাংক অ্যাকাউন্টে নগদ ২৫ হাজার টাকা ও শংসাপত্র প্রদান করা হয়।
এ বছর করিমগঞ্জ জেলা থেকে ১০ জন কর্মচারীর নাম রাজ্য সরকারের নির্দিষ্ট বাছাই কমিটির কাছে পাঠানো হয়েছিল। এর মধ্যে বিধায়ক দাসকে এই পুরস্কারের জন্য নির্বাচন করা হয়। জেলাশাসক লোকসেবা পুরস্কারপ্ৰাপ্ত বিধায়ক দাসকে অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য এবং কর্মজীবনে শ্রীবৃদ্ধি কামনা করেন। পাশাপাশি জেলাশাসক প্রত্যেক কর্মচারীকে সততা বজায় রেখে নিষ্ঠা সহকারে কাজ করতে এবং সার্ভিস বুক, এসিআর ইত্যাদি সঠিকভাবে বজায় রাখার পরামর্শ দেন যাতে ভবিষ্যতে তাঁরাও এই পুরস্কারের জন্য মনোনীত হন। আজকের অনুষ্ঠানে করিমগঞ্জের বিভিন্ন বিভাগের প্রধান, আধিকারিক ও কর্মচারীরা অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সহকারী আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ামনাম।